
চতুর্থ দফার লকডাউনের প্রথম দিনেই করোনায় সংক্রমণের রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫,২৪২। সবমিলিয়ে দেশে করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ১৬৯ জন। মোট মৃত্যু ৩,০২৯। মহারাষ্ট্রে আক্রান্ত ৩৩,০৫৩, নতুন মৃত ৬৩ জন। মুম্বইয়ে আক্রান্ত ২০,১৫০ জম, মারা গিয়েছেন ৭৩৪ জন। ধারাভিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। মোট আক্রান্ত ১,২৪২। গুজরাতে ১১,৩৭৯, তামিলনাডুতে ১১,২২৪, দিল্লিতে ১০,০৫৪ জন সংক্রমিত।, রাজস্থানে ৫,২০২ জন। এদিকে গোয়া-মুম্বই ট্রেনের আরও ৭ যাত্রীর সংক্রমণ ধরা পড়েছে। গোয়ায় মোট আক্রান্ত ৩১।
إرسال تعليق
Thank You for your important feedback