ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বৃষ্টি



আমফানের ধ্বংসলীলার ক্ষতচিহ্ন এখনও শুকায়নি। এরমধ্যেই ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় ঝেঁপে বৃষ্টি আসছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। শনিবার আলিপুর হাওয়া অফিস এমনটাই জানিয়েছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গে আমফানের জেরে ভারী বৃষ্টি হবে। এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। মূলত ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত পূবালী হাওয়া দক্ষিণী হওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে রাজ্যের আকাশে। যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। অপরদিকে শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় আমফানের জেরে তিনদিন পরও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসেনি। বহু জায়গায় রাস্তায় পড়ে রয়েছে গাছ। সবদিক সামলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লেগে যাবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এরমধ্যে ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post