
মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেনের আংশিক পরিষেবা। তার আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বাড়ল অনেকটাই। ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪,২১৩ জন। ফলে সোমবার সকাল পর্যন্ত দেশে মোট করানা আক্রান্তের সংখ্যা ৬৭,১৫২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। তার জেরে দেশে মোট মৃতের সংখ্যা এখন ২,২০৬। বিশেষজ্ঞদের মতে ভারতে করোনা পরস্থিতি এখনও উন্নতির লক্ষণ নেই। আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার তুলনামূলক বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে একদিনে রেকর্ড গড়ে ৪,২১৩ জন নতুন করে করোনা আক্রান্ত হলেন। ফলে একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই মঙ্গলবার থেকে আংশিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেলমন্ত্রক। ফলে সংক্রমণের হার আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
إرسال تعليق
Thank You for your important feedback