
একসঙ্গে অনেক পরিযায়ী শ্রমিককে নিজের রাজ্যে ফেরাতে এবার নয়া সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এতদিন সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে কম সংখ্যক যাত্রী নিচ্ছিল রেল। এবার ওই ট্রেনগুলিতে যতগুলি বার্থ থাকবে ততগুলিই যাত্রী নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সোমবারই এই নতুন নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক। উল্লেখ্য, একেকটি স্লিপার শ্রেণীর কামরায় মূলত ৭২টি করে বার্থ বা সিট থাকে। কিন্তু করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রেল শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে ৫৪ জন করে যাত্রী নিচ্ছিল। এই ক্ষেত্রে মাঝের বার্থ ফাঁকা রাখা হচ্ছিল। কিন্তু নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে সব বার্থেই যাত্রী তুলবে রেল। ফলে একসঙ্গে অনেক বেশি পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো যাবে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতদিন শ্রমিক স্পেশাল ট্রেনগুলি শুধুমাত্র যাত্রা শুরুর স্টেশন ও গন্তব্য স্টেশনেই থামতো। কিন্তু এবার থেকে সেগুলি পথের মধ্যে তিনটি স্টেশনে থামানো হবে বলে ঠিক হয়েছে। আগামী দিনে সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছে ট্রেনগুলি যাতে অন্তত তিনটি স্টেশনে ট্রেন দাঁড় করানো যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে বিভিন্ন রেল জোনকে। সূত্রের খবর, নতুন দিল্লি ও হাওড়ার মধ্যে চলাচলকারী ট্রেনটি ১২ মে থেকে চলাচল শুরু করবে। হাওড়া থেকে ট্রেনটি প্রতিদিন ছাড়বে বিকেল ৪.৩০ মিনিটে। আর ফিরতি পথে ট্রেনটি নতুন দিল্লি স্টেশন থেকে ছাড়বে বিকেল ৪.৫৫ মিনিটে। পথে ট্রেনটি দাঁড়াবে আসানসোল, ধানবাদ, পরেশনাথ, গয়া, পন্ডিত দীন দয়াল উপাধ্যায় (মোগলসরাই), প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল স্টেশনে। অপরদিকে রেলমন্ত্রী পীযুষ গয়াল এর আগে টুইট করে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ৩০০ শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে চায় মন্ত্রক।
إرسال تعليق
Thank You for your important feedback