করোনায় মৃত দূরদর্শনের চিত্র সাংবাদিক, সরানো হল দফতর

সরকারি টেলিভিশন চ্যানের দূরদর্শনের ক্যামেরা বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছিল বুধবার। কিন্তু বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা আসে। দেখা যায় তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন ওই কেন্দ্রের কর্মীরা। তড়িঘড়ি ওই কর্মীর সংস্পর্শে আসা সকল সহকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার কাজ চলছে। পাশাপাশি ওই বিল্ডিং খালি করে দূরদর্শনের অফিস অন্যত্র সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই বিল্ডিংটি স্যানিটাইজ করা হবে। জানা গিয়েছে, দূরদর্শনের ওই কেন্দ্রের কাজকর্ম আপাতত প্রসারভারতীর অফিসের কাজ খেলগাঁ থেকে হবে।  ৫৩ বছরের ওই কর্মী লাইটিং অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতেন।
 এছাড়াও ক্যমেরাম্যান হিসেবেও কাজ করতে হত তাঁকে। জানা গিয়েছে, ওই ব্যক্তি গত দুসপ্তাহ ধরে ক্রমাগত কাজ করছিলেন। এমনকি গত সপ্তাহেই কেন্দ্রের দুজন শীর্ষ আমলার সাক্ষাৎকার নিতে ক্যামের টিমের সদস্য ছিলেন। বুধবার আচমকাই তিনি মারা যান। তাঁকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথমে ভাবা হয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর লালারসের নমুনা পরীক্ষা হয়। এরপরই জানা যায় দূরদর্শনের ওই চিত্র সাংবাদিক করোনা পডিটিভ ছিলেন। একটি সরকারি সূত্র জানাচ্ছে, গোটা দেশে প্রায় ৫০ জন চিত্র সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم