পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, রেল বোর্ড, বিহার ও উত্তরপ্রদেশ সরকারের কাছে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন। শ্রমিক স্পেশাল ট্রেনে শ্রমিকদের জন্য জল ও খাবার দেওয়া হচ্ছে না কেন, তাও জানতে চেয়েছে তারা। স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন বলেছে, ট্রেন সময়মতো ছাড়ছে না। গন্তব্যে পৌঁছতেও প্রচুর সময় লাগছে। দীর্ঘসময় কষ্টে থাকায় একাধিক শ্রমিক মারা গিয়েছে। গত ১ মে থেকে চালু হয়েছে এই শ্রমিক স্পেশালগুলি। ২৫ মার্চ থেকে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর জন্যই এই ব্যবস্থা। এক বিবৃতিতে তারা বলেছে, মুজফফরপুরে ২ জন, দানাপুর, সাসারাম, গয়া, বেগুসরাই ও জেহানাবাদে ১ জন করে শ্রমির মারা গিয়েছেন। এরা সবাই খাবারের অভাবে মারা গিয়েছেন। তারা বলেছে, গুজরাতের সুরাত থেকে বিহারে সিওয়ানে আসার জন্য ১৬ মে একটি ট্রেন রওনা হয়ে ৯ দিন পরে পৌঁছয় ২৫ মে। এইসব খবর সত্য হলে, তা মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ। এর জন্য দায়ী দুই রাজ্য সরকার। রেলের মনোভাব বর্বরতার সীমায়।
إرسال تعليق
Thank You for your important feedback