সোমবার থেকে চালু হচ্ছে ফেরি সার্ভিস

 

বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের পর এবার ফেরি সার্ভিস চালু করছে রাজ্য সরকার। আগামী সোমবার থেকেই কলকাতায় চালু হয়ে যাচ্ছে ফেরি সার্ভিস। তবে এখনই পুরোমাত্রায় নয়। মাত্র ৯টি রুটেই চলাচল করবে লঞ্চ ও ভেসেল। যাত্রী সংখ্যাও নিয়ন্ত্রন করা হবে। মাত্র ৪০ শতাংশ যাত্রীই তোলা হবে জলযানগুলিতে। তবে পরিস্থিতি উন্নতি হলে পরে ৬০ শতাংশ যাত্রী তোলার অনুমতি দেওয়া হতে পারে। উল্লেখ্য, দেশজুড়ে লকডাউন চালু হতেই হুগলি নদীতে সমস্ত রকম পরিষেবা বন্ধ রয়েছে। এবার কয়েকটি সুরক্ষাবিধি মেনে কলকাতা ও রাজ্যে ফেরি সার্ভিস চালু করছে রাজ্যের পরিবহন দফতর। রুটগুলি হল- হাওড়া থেকে ফেয়ারলি প্লেস, হাওড়া থেকে শিপিং, হাওড়া থেকে চাঁদপাল ভায়া ফেয়ারলি প্লেস, হাওড়া-বাগবাজার ভায়া আহিরিটোলা, শোভাবাজার। ফেয়ারলি-কুঁথিঘাট ভায়া রতনবাবু, কাশীপুর, বাগবাজার। রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল, নূরপুর থেকে গাদিয়ারা, নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, কুঁথিঘাট থেকে বেলুড়ের মতো রুটেই চলবে ফেরি সার্ভিস। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় পুরসভা, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি পরিচালিত ফেরি পরিষেবাও সোমবার থেকে চালু হবে। কী কী সুরক্ষাবিধি মানতে হবে যাত্রীদের? জেনে নিন….


  • সুরক্ষাবিধি মেনে ফেরি চলাচল কতটা নিরাপদ, তা দেখবেন জল পরিবহন নিগমের আধিকারিকরা।
  • প্রথমে ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফেরি চলাচল শুরু হবে।
  • তারপর পরিস্থিতি বুঝে আরও ৬০ শতাংশ যাত্রী নিয়ে চলার অনুমতি দেওয়া হতে পারে।
  • সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
  • প্রত্যেক যাত্রীর মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকা আবশ্যক।
  • প্রতিটি ফেরি সার্ভিসেই পুলিশের নজরদারী থাকবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post