
করোনা ভাইরাসের জেরে বহু দেশেই চলছে লকডাউন। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বন্ধ অফিস-আদালত। ফলে অনলাইনে ভিডিও কনফারেন্সেই চলছে গুরুত্বপূর্ণ মামলার শুনানি। রায় ঘোষণাও হচ্ছে আনলাইনে। কিন্তু তাবলে অনলাইনেই মৃত্যুদণ্ডের সাজা? এহেন ঘটনা নজীরবিহীন। জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে এক মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিলেন সিঙ্গাপুর সুপ্রিম কোর্টের বিচারপতি। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা বিশ্বে। সূত্রের খবর, ২০১১ সালের একটি মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত হন ৩৭ বছরের পুনাথন জেনাসন। সিঙ্গাপুরের সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছিল। শুক্রবার এই মামলার রায় দিলেন বিচারপতি। লকডাউনের জন্য জুম অ্যাপে ভিডিও কলেই চলছিল শুনানি। রায়ও এল জুম ভিডিও কলে। মাদক পাচারকারী পুনাথন জেনাসনকে সর্বোচ্চ ফাঁসির সাজা শোনালেন বিচারপতি। তবে ভিডিও কনফারেন্সেই মৃত্যুদণ্ড ঘোষণা করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন কয়েকটি মানবাধিকার সংগঠন। ‘হিউম্যান রাইটস ওয়াচডগ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন জানান, সিঙ্গাপুরের এই ভাবে মৃত্যুদণ্ড ঘোষণা অত্যন্ত অমানবিক ও মর্মান্তিক।
إرسال تعليق
Thank You for your important feedback