
শ্রমিক স্পেশল ট্রেনে জায়গা না পেয়ে পায়ে হেঁটে বা অন্য গাড়ি ধরে ঘরে ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকের দল। আর বিভিন্ন জায়গায় পথ দুর্ঘটনার শিকার হয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল বেড়েই চলছে। এবার উত্তরপ্রদেশের কুশিনগরে ট্রাকের সঙ্গে ধাক্কা পরিযায়ী শ্রমিক বোঝাই বাসের। তাতেই গুরুতর আহত হয়েছে ১২ জন। সূত্রের খবর, একটি বাসে করে উত্তরপ্রদেশ থেকে বিহারের ভাগলপুরে ফিরছিলেন ২৫ জন পরিযায়ী শ্রমিকের একটি দল। রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের কুশিনগরের কাছে ২৮ নম্বর জাতীয় সড়কে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকচালকের ভুলেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। ট্রাকচালক পলাতক। ঘটনার পরই পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়। পুলিশ সূত্রে খবর, ১২ জনের মধ্যে ৭-৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের গোরক্ষপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে তামকুহি স্বাস্থ্যকেন্দ্রে। এর আগে উত্তরপ্রদেশের আউরিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২৬ জন পরিযায়ী শ্রমিকের।
إرسال تعليق
Thank You for your important feedback