মুম্বই থেকে বাসে ফেরার পথে বাস দুর্ঘটনায় জখম হলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। রাঁচি গ্রামীণ এলাকার সিকিদিরি ঘাঁটি এলাকায় সোমবার এই দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের ভর্তি করা হয়েছে রাঁচির রিমস হাসপাতালে। অন্য কম আহতদের গোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে উপরে ও ভিতরে ৭৮ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করেই ঘটেছে দুর্ঘটনা। রাজরাপ্পা থানার গোলা বারু রোডের কাছে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেটি উল্টে যায়।
মুম্বই থেকে বাসে ফেরার পথে বাস দুর্ঘটনায় জখম হলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। রাঁচি গ্রামীণ এলাকার সিকিদিরি ঘাঁটি এলাকায় সোমবার এই দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের ভর্তি করা হয়েছে রাঁচির রিমস হাসপাতালে। অন্য কম আহতদের গোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে উপরে ও ভিতরে ৭৮ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করেই ঘটেছে দুর্ঘটনা। রাজরাপ্পা থানার গোলা বারু রোডের কাছে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেটি উল্টে যায়।
إرسال تعليق
Thank You for your important feedback