চতুর্থ দফা লকডাউনে লাগু হচ্ছে ‘নাইট কারফিউ’



তৃতীয় দফার লকডাউনে সন্ধ্যে সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত বিভিন্ন গতিবিধিতে নানান বিধিনিষেধ ছিল। এবার চতুর্ধ দফার লকডাউনে ওই সময়কালে গোটা দেশেই ‘নাইট কারফিউ’ চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের নির্দেশিকায় এই নাইট কারফিউ চালু করার কথা উল্লেখ করা হয়েছে। কী এই নাইট কারফিউ? নতুন নির্দেশিকা অনুযায়ী, গোটা এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। স্থানীয় প্রশাসনকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। একমাত্র অত্যাবশকীয় পণ্য ছাড়া কোনও ব্যক্তির গতিবিধি সন্ধ্যে সাতটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ হবে। এই নাইট কারফিউ কনটেইনমেন্ট, বাফার, রেড, অরেঞ্জ ও গ্রিন জোন অর্থাৎ সর্বত্রই জারি থাকবে। এরজন্য প্রতিটি রাজ্য সরকারকেই স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

 
প্রয়োজনে কঠোরভাবে এই নাইট কারফিউ বলবৎ করতে হবে বলেও জানানো হয়েছে। মারণ করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ রুখতেই এই নাইট কারফিউ চালু করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। এরফলে জাতীয় সড়কে একস্থান থেকে অন্য স্থানে অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের গতিবিধিও নিয়ন্ত্রC করা যাবে। চতুর্থ দফা লকডাউনে কেন্দ্রের এই নয়া নির্দেশিকায় বেশ কয়েকটি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সরকার যে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না, এই ‘নাইট কারফিউ’ লাগু করায় সেটা স্পষ্ট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post