শ্রমিক স্পেশালেই মৃত্যু তিন শ্রমিকের

 
শ্রমিক স্পেশাল ট্রেনেই মৃত্যু হল তিন পরিযায়ী শ্রমিকের। বিভিন্ন রোগে মারা গিয়েছেন তাঁরা, জানিয়েছে কানপুরের রেলকর্তৃপক্ষ। কানপুরের জেলাশাসক ব্রহ্মদেও রাম তিওয়ারি জানিয়েছেন, মৃতদের বিশদ বিবরণ নেওয়া হয়েছে। মৃতদের একজন নাইচিনায়ালু নাগাল্যান্ডর ডিমাপুর যাচ্ছিলেন দিল্লি থেকে। ওই মহিলার লিভারের সমস্যা ছিল। উত্তরপ্রদেশের উন্নাওয়ের ৫০ বছরের রাজেন্দ্রপ্রসাদ আসছিলেন লখনউয়ের শ্রমিক স্পেশালে। ৮০ বছরের মুন্নি দেবী বিহারের সিওয়ানের বাসিন্দা। তিনি সুরাত থেকে বাড়ি ফিরছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم