প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বিমান, মৃত দুই


 সোমবার সাতসকালেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রশিক্ষণ বিমান। ওড়িশায় ঢেঙ্কানল জেলার কামাখ্যা শহরের কাছে ভেঙে পড়ে বিমানটি। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এদের মধ্যে একজন প্রশিক্ষণরত মহিলা বিমানচালক আনিশ ফাতিমা এবং ইনস্ট্রাকক্টর ক্যাপ্টেন সঞ্জীব কুমার ঝা। তবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা সেটা জানা যায়নি এখনও। প্রশিক্ষকের বাড়ি বিহারে এবং ওই মহিলা ট্রেনি পাইলটের বাড়ি তামিলনাড়ুতে। জানা গিয়েছে, রোজকার মতোই এদিন সকালেও প্রশিক্ষণ শুরু হয়েছিল ওড়িশার সরকারি বিমান প্রশিক্ষণ কেন্দ্রে (Government Aviation Training Institute বা GATI)। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আচমকাই মাটিতে আছড়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে সেটি। বিমান প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন, দুজনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। প্রথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্যই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। তবে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেটা জানতে তদন্ত শুরু করেছে সরকারি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিকরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم