

ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মালও। ওই কর্মিসভায় অংশগ্রহণ করেছেন, কেতুগ্রাম-২ ব্লকের অঞ্চল সভাপতি, এলাকার সমস্ত বুথ সভাপতি ও একাধিক তৃণমূল কর্মীরা। ফলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, কোনও রকম সামাজিক দূরত্ববিধি না মেনেই কীভাবে এই কর্মিসভার অনুমতি দিল পুলিশ? এই ব্যপারে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, আপনাদের থেকে আমি জ্ঞান শুনব না, আগে নিজে সোশাল ডিসট্যান্সিং মেনে চলুন। তাঁর যুক্তি, অমিত শাহ সভা করতে পারলে আমিও করতে পারি। পাশাপাশি এই কর্মিসভা থেকেও তিনি তৃণমূলকর্মীদের টাকা-পয়সার কথা না ভেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

إرسال تعليق
Thank You for your important feedback