

মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, গালওয়ান উপত্যাকায় সেনা সংঘর্ষে এক কর্নেল পদমর্যাদার অফিসার সহ তিনজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। কিন্তু রাতের দিকেই আসে মারাত্মক খবরটি। সংবাদসংস্থা এএনআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানায়, ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে লাদাখে। চিনের সঙ্গে সংঘর্ষ গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। মারাত্মক জখম অবস্থায় প্রবল ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারেনি আহতদের অনেকেই। মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের আরও ১৭ জন বীর সন্তান। এরমধ্যে পশ্চিমবঙ্গের একজন রয়েছেন বলেই জানা গিয়েছে। তাঁর বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায়, নাম রাজেশ ওরাং। গতকাল রাতেই প্রধানমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরী বৈঠক করেন। বৈঠকের পরেই প্রতিরক্ষামন্ত্রী সমস্ত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান।
Post a Comment
Thank You for your important feedback