

কতরফা যেন কোনও পদক্ষেপ না নেওয়া হয় বা কোনওরকম উত্তেজনা বাড়ানো না হয়। শেষ খবরে জানা যাচ্ছে, দুই বাহিনীই ঘটনাস্থলেই বৈঠকে বসেছে। মাস দেড়েক মুখোমুখি দাঁড়ানোর পর কিছুদিন ধরেই সীমান্তের দুই ধারেই ভারত ও চিনাবাহিনী তাদের সেনা সরিয়ে নিয়ে যাচ্ছে। জানা যাচ্ছে, ভারতের গালওয়ান উপত্যকা ও পানগং সো এলাকায় চিনা বাহিনী শিবির গেড়েছে। পানগং সো লেকের পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি করছে ভারত। এরইসঙ্গে গালওয়ান উপত্যকায় দারবুক-শ্যায়ক-দৌলত বেগ ওল্ডি রোডে তৈরি করা হচ্ছে আরেকটি রাস্তা। চিনও ওই এলাকায় রাস্তা তৈরি করতে চায়। তবে তাতে আপত্তি তুলেছে ভারত। গত ৫ মে দুই দেশের সেনা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পডে়ছিল। তারপর উত্তেজনা কমানোর চেষ্টা শুরু হলেও তা কমেনি।
Post a Comment
Thank You for your important feedback