জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। এর যোগ্য জবাব দেওয়া হবে। পূর্ব লাদাখে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকের আগে মোদি বলেন, ভারত শান্তি চায়। কিন্তু ভারত যে কোনও অবস্থায় উপযুক্ত প্রত্যুত্তর দিতে তৈরি। সেনার বলিদানে ভারতীয়দের গর্বিত হওয়া উচিত। তারা লড়তে লড়তে মারা গিয়েছে। আমাদের কাছে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জওয়ানদের মৃত্যুতে দু মিনিটের নীরবতাও পালন করেন মোদি। তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে ভারত যে কোনও সময়ে তার শক্তি দেখিয়েছে। বিবাদের মধ্যে যাতে বিরোধিতা না আসে, তার চেষ্টাই ভারত করেছে। ভারত তার ভূখণ্ডজের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। ভারত শান্তিপ্রিয় দেশ। প্রতিবেশিদের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টাই করেছে ভারত।
Post a Comment
Thank You for your important feedback