দূরপাল্লার ট্রেন চালু হতেই বিপত্তি, ট্রেনেই মৃত্যু প্রৌঢ়ার

 
প্রায় দুমাসের বেশি সময় বন্ধ থাকার পর দূরপাল্লার ট্রেন চালু হল ১ জুন থেকে। গোটা দেশে ২০০টি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করেছে রেল। এর আগে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু করেছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। কিন্তু সেই ট্রেনগুলি শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্যই ছিল। তবে বারেবারেই অভিযোগ উঠেছে ওই শ্রমিক স্পেশাল ট্রেনে ব্যবস্থাপনার অভাবে শ্রমিকদের মৃত্যুও হয়েছে। এবার সাধারণ যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চালু হতেই বিপত্তি। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। যদিও প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যুই বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, রিতা শেরপা (৬২) নামে ওই প্রৌঢ়া কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে নিউ জলপাইগুড়ি যাচ্ছিলেন। তিনি দার্জিলিংয়ের সোনাদা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে ট্রেনটি মালদা টাউন স্টেশন ছাড়ার পরই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মালদা টাউন স্টেশনের বাইরে ট্রেনটি দাঁড় করিয়ে মৃতদেহ নামানো হয়। ফলে ট্রেনটি দীর্ঘক্ষণ মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রেল সূত্রে জানা যাচ্ছে, মৃত মহিলা উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই প্রৌঢ়ার আত্মীয়দেরও ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে। তবে ঠিক কী কারনে মৃত্যু? সেটা খতিয়ে দেখছে রেল পুলিশ। তবে বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর ফের নিউ জলপাইগুড়ির দিকে রওয়ানা হয় পদাতিক এক্সপ্রেস।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post