
কেরলের পর এবার খোদ বাংলায় হাতির মৃত্যু। তবে ওই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেননি বন আধিকারিকরা। মঙ্গলবার সকালেই ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের নূরপুর জঙ্গলে একটি হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গেই স্থানীয় বনদফতরে হাতিপোঁতা রেঞ্জে খবর দেয় তাঁরা। ঘটনাস্থলে এসে মৃত হাতিটির দেহ পর্যবেক্ষণ করেন বনদফতরের চিকিৎসক। যদিও প্রাথমিকভাবে হাতিটির দেহে কোনও আঘাত বা ক্ষতচিহ্ন দেখতে পাননি ওই পশু চিকিৎসক।

হাতিটির মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে বন দফতরের আধিকারিকদের একাংশ দাবি করছেন, বজ্রাঘাতেই মৃত্যু হয়েছে ওই হাতিটির। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, হাতিটির ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই আমরা মৃত্যুর প্রকৃত কারন জানাতে পারবো। উল্লেখ্য, কয়েকদিন আগেই কেরলে বাজি ভর্তি আনারস খাওয়ানোর পর এক হাতির মৃত্যু হয় বলে অভিযোগ। সেটা দেশ ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে। এরমধ্যেই পশ্চিমবঙ্গে ডুয়ার্সের জঙ্গলে এক হাতির দেহ উদ্ধারের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback