বর্ধমান স্টেশনে খুলে পড়ল সিলিংয়ের অংশ


রবিবার সকালে বর্ধমান স্টেশনে ফের ভেঙে পড়ল ফলস সিলিংয়ের একটি অংশ। তাতে অন্য রাজ্যের এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। রেলের তরফে বলা হয়েছে, হয়তো বৃষ্টির জন্যই খুলে পড়েছে সিলিংয়ের অংশ। ঘটনাস্থলে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ভেঙে পড়েছিল স্টেশনের গাড়িবারান্দা। তাতে জখম হয়েছিলেন ২ যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেসময় সেখানে সংস্কার ও নির্মাণের কাজ চলছিল। ভাগ্যক্রমে ওই অংশটি দুলতে থাকায় বহু যাত্রী সরে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। শতাব্দীপ্রাচীন এই স্টেশনটির রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ বহুদিনের। নিত্যযাত্রীদের অভিযোগ, অত্যন্ত অল্পসময়ের মধ্যে সারাইয়ের কাজ শেষ করা হয়েছে। তাতে গাফিলতি রয়ে গিয়েছে, তাই খুলে পড়েছে সিলিংয়ের অংশ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post