
সারা গায়ে পিপিই মোড়া। যেন স্বাস্থ্যকর্মী। সন্দেহ হয়নি কারও। আসলে তারা একদল ডাকাত। দক্ষিণ আফ্রিকার ডারবানে তারা অনেক টাকা হাতিয়ে চম্পট দিয়েছে।
বুধবার সকাল সাডে় আটটায় ডারবানের স্কটভিল মলের চেকার্স সুপার মার্কেটের ঘটনা। সেখানে পেনশন দেওয়ার কাউন্টারে এই ডাকাতি হয়েছে। চারজন স্বাস্থ্যকর্মী সেজে ম্যানেজারের খোঁজ করে। তারপরই বের করে পিস্তল। তাদের পরনে ছিল গাত্রবর্ম পিপিই, ল্যাব কোট, মাস্ক, ফেস শিল্ড আর হাতে গ্লাভস। হাবেভাবে যেন স্বাস্থ্যকর্মী।
জানা গিয়েছে, কম করেও দক্ষিণ আফ্রিকার মুদ্রা ২ লাখ র্যান্ড নিয়ে গিয়েছে তারা। কাউন্টারের সামনে ছিল পেনশনপ্রাপকদের লম্বা লাইন। কোনও গুলি চলেনি। কারও জখম হওয়ারও কোনও খবর নেই। ডাকাতির পর পেনশন দেওয়া বুধবারের মতো বন্ধ হয়ে যায়। এর আগে তিনটি জেলায় সরাকরি অফিস ও স্কুলে পাঠানোর জন্য রাখা পিপিই হারিয়ে গিয়েছিল। তার দাম কয়েক লাখ র্যান্ড।
إرسال تعليق
Thank You for your important feedback