করোনা নিয়ে গানের সুর করলেন, নিজেই গাইলেন বাংলার এই বিজেপি সাংসদ


লকডাউনের মধ্যেই অনেকের লুকোনো প্রতিভা উন্মোচিত হচ্ছে। কেউ ভালো ছবি আঁকেন, কেউ ভালো গান গান কেউ বা আবার ভালো রান্না করেন। দৈনন্দিন ব্যস্ততায় তাঁরা অনেকেই নিজেদের প্রতিভা জাহির করতে পারতেন না। এরকমই একজন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। লকডাউনের প্রথম দিকে জানা গিয়েছিল পেন্সিল-রং-তুলিতে সাদা কাগজে ছবি ফুটিয়ে তুলতে কতটা সাবলীল। তাঁর ছবি আঁকার একটি ভিডিও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কোচবিহারের সাংসদ। এবার জানা গেল তাঁর আরও একটি লুকোনো প্রতিভা। তিনি গানও গাইতে পারেন, শুধু তাই নয়, কবিতায় সুর-ছন্দ বসিয়ে রীতিমতো গান বাঁধতেও পারেন বিজেপি সাসংদ।
ছবি আঁকছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক… (ছবি ফেসবুক)
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم