
করোনা সংক্রমণ নিয়ে গোটা দুনিয়ায় চিন মিথ্যা প্রচার করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন সরাসরি অভিযোগ করে বলেছে, চিনের ভুয়ো খবরের বিপুল স্রোত ঠেকাতে তারা উপযুক্ত পরিকল্পনা করছে। ইউরোপে চূড়ান্ত সংক্রমণের সময় এপ্রিলের মাঝামাঝি চিনা দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছিল, স্বাস্থ্যকর্মীরা দলে দলে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন। রোগীদের ছেড়ে রাখা হয়েছে তাদের ভাগ্যের ওপর। এতে ভয়ানক ক্ষুব্ধ ফরাসি রাজনীতিকরা। তাছাড়া, অনামা ওই ওয়েবসাইটের লেখক জানিয়েছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের বিরুদ্ধে ৮০ জন ফরাসি সাংসদ বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছেন। রাশিয়া থেকে পাওয়া সূত্রে চিনা সংবাদমাধ্যম লাগাতার ভুয়ো খবর প্রচার করে গিয়েছে। অন্যদিকে, বুধবার চিনে নতুন করে ১৫টি সংক্রমণের খবর এসেছে। তার মধ্যে ১১ জন বাইরে থেকে এসেছেন। স্থানীয়ভাবে কেউ আক্রান্ত হননি। ৪ জন লক্ষণহীন রোগীরও সন্ধান মিলেছে। এরকম মোট ১২৯ জন ভর্তি রয়েছেন উহানের কোয়ারেন্টাইনে। সবমিলিয়ে চিনে মোট আক্রান্ত ৮৩,০৫৭। ৬২ জনের অবস্থা গুরুতর।
Post a Comment
Thank You for your important feedback