চিনা মাঞ্জা সহ মাঞ্জাসুতো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট


ঘুড়ির সুতো বা মাঞ্জা দেওয়া সুতোয় শহরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন বাইক আরোহীরা। বিশেষত বিভিন্ন উড়ালপুলে এই জাতীয় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত বহু। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল কলকাতায় কোনও মাঞ্জাসুতো ব্যবহার করা যাবে না। এরমধ্যে রয়েছে চিনা মাঞ্জা, সিন্থেটিক সুতো, সাধারণ ঘুড়ির মাঞ্জাসুতো। উল্লেখ্য, ২০১৭ সালে এক আইনজীবী বাইকে নিজের শিশুকন্যাকে চাপিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে চিনা মাঞ্জায় ওই শিশুটি গুরুতর আহত হয়। তিনিই পরবর্তীকালে এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এই মামলার শুনানির শেষেই রায়ে মাঞ্জাসুতোর ব্যবহার নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post