লকডাউনের সময় বহু দেশে নিয়ম ভাঙলে বড়সড় জরিমানাও দিতে হয়েছে। বাদ যাননি খেলোয়াড়রাও। আবার একজন ফুটবলার চুল কাটতে গিয়ে গুনেছেন মোটা টাকার জরিমানা। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দুই ফুটবলার জ্যাডন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি লকডাউনের মাঝে চুল কাটাতে গিয়েছিলেন। সেটার জন্য শাস্তি পেতে হল তাঁদের। বরুশিয়ার ফুটবলার লকডাউনে চুল কাটানোর অপরাধের খেসারত দিতে হয়েছে। আসলে লকডাউন চলাকালীন বাড়িতে হেয়ার স্টাইলারকে ডেকে পাঠান এই দুই ফুটবলার। চুল কাটানোর সময় ছবি তুলে সোশাল সাইটে পোস্ট করেন স্যাঞ্চোরা। তারপরই জরিমানা। সেই জরিমানা ছোট-খাটো নয়। ছবিতে দেখা যাচ্ছে, সুরক্ষাবিধি না মেনেই দুই ফুটবলারের চুল কাটছেন হেয়ার স্টাইলার। তাঁর মুখে কোনও মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। এমনকী ফুটবলারদের মুখেও মাস্ক ছিল না। এরপরই দুই ফুটবলারকে আট হাজার নশো ডলার জরিমানা করে জার্মান ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার বিকল্প রয়েছে স্যাঞ্চোদের কাছে।
লকডাউনের সময় বহু দেশে নিয়ম ভাঙলে বড়সড় জরিমানাও দিতে হয়েছে। বাদ যাননি খেলোয়াড়রাও। আবার একজন ফুটবলার চুল কাটতে গিয়ে গুনেছেন মোটা টাকার জরিমানা। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দুই ফুটবলার জ্যাডন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকানজি লকডাউনের মাঝে চুল কাটাতে গিয়েছিলেন। সেটার জন্য শাস্তি পেতে হল তাঁদের। বরুশিয়ার ফুটবলার লকডাউনে চুল কাটানোর অপরাধের খেসারত দিতে হয়েছে। আসলে লকডাউন চলাকালীন বাড়িতে হেয়ার স্টাইলারকে ডেকে পাঠান এই দুই ফুটবলার। চুল কাটানোর সময় ছবি তুলে সোশাল সাইটে পোস্ট করেন স্যাঞ্চোরা। তারপরই জরিমানা। সেই জরিমানা ছোট-খাটো নয়। ছবিতে দেখা যাচ্ছে, সুরক্ষাবিধি না মেনেই দুই ফুটবলারের চুল কাটছেন হেয়ার স্টাইলার। তাঁর মুখে কোনও মাস্ক নেই। হাতে নেই গ্লাভস। এমনকী ফুটবলারদের মুখেও মাস্ক ছিল না। এরপরই দুই ফুটবলারকে আট হাজার নশো ডলার জরিমানা করে জার্মান ফুটবল ফেডারেশন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার বিকল্প রয়েছে স্যাঞ্চোদের কাছে।
Post a Comment
Thank You for your important feedback