শ্রমিক স্পেশাল ট্রেনেই উদ্ধার এক কিলো সোনা!


দিল্লি থেকে ভূবনেশ্বর যাচ্ছিল শ্রমিক স্পেশাল ট্রেনটি। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের হিজলি স্টেশনে ওই ট্রেনে তল্লাশি চায় আরপিএফ। ওই ট্রেনের একটি কামরা থেকে প্রায় এক কিলো সোনা ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার হয়। পাশাপাশি দুজনকে আটক করে রেল পুলিশের হাতে তুলে দেয় রেল রক্ষী বাহিনী (RPF)। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। পরিবার নিয়েই তাঁরা দিল্লি থেকে ভূবনেশ্বরগামী ওই শ্রমিক স্পেশাল ট্রেনে বাড়ি ফিরছিলেন। তাঁদের কাছে এত টাকা ও সোনা কোথা থেকে এল সেটা জানতে জেরা শুরু করেছে রেল পুলিশ। সূত্রের খবর, তাঁরা ওই সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। শ্রমিক স্পেশাল ট্রেন থেকে এত সোনা ও নগদ টাকা উদ্ধার হওয়ায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হিজলি এলাকায়। এদিন ভোরেই ট্রেনটি হিজলি এসে পৌঁছায়। ওই ট্রেন থেকে নামা অন্যান্য যাত্রীরাও এত পরিমান সোনা দেখে তাজ্জব হয়ে যান। অনেকেরই প্রশ্ন, লকডাউনের জেরে প্রায় সকলেরই কোমর ভেঙে গিয়েছে। সেখানে এত সোনা ও নগদ টাকা কোথা থেকে পেলেন ওই ব্যক্তি? রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এগুলি চোরাই সোনা হতে পারে। আপাতত তদন্ত শুরু করেছে খড়গপুর রেল পুলিশের কর্তারা। সব মিলিয়ে উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post