আজ লাদাখ সীমান্ত সমস্যা নিয়ে শীর্ষস্তরের সেনা বৈঠক ভারত-চিনের



পূর্ব-লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর ভারত ও চিনের সেনাবাহিনীর তৎপরতা বেড়েছে অনেকটাই। ২০১৭ সালের ডোকালাম ঘটনাবলীর পর এবারই প্রথম স্ট্যান্ডঅফ পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ মুখোমুখি দাঁড়িয়ে দুদেশের সেনাবাহিনী। ক্রমেই বাড়ছে উত্তেজনা বারছে ভারত-চিন সীমান্তে। উত্তেজনা কমাতে এরমধ্যে বেশ কয়েকবার দুদেশের কমান্ড্যার স্তরের আধিকারিকরা আলোচনা চালিয়েছে। কিন্তু লাভ হয়নি কিছুই। এবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে শনিবার। পূর্ব লাদাখের চুশূল সেক্টরের মালদোতে বর্ডার পার্সোনেলমিটিং পয়েন্টেই হবে এই বৈঠক। সূত্রের খবর, ভারতের তরফে উপস্থিত থাকবেন লেহ-এর ১৪ কর্পসের কম্যান্ডার, লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। এবং চিনের প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ জিনজিয়াং মিলিটারি জেলার কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।
উল্লেখ্য, শুক্রবারই এই পরিস্থিতি নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে। এই বৈঠকে ভারতের তরয়ফে ছিলেন যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। চিনের হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রকের ডিরেক্টর জেনারেল উ জিয়াংঝাও। প্রসঙ্গত, বিগত একমাসের ওপর পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা ও প্যাংগং লেকের কাছে চার জায়গায় মুখোমুখি হয়েছে ভারত ও চিনা সেনা। গত ৫ এবং ৬ মে প্যাংগং সো-এর কাছে সংঘর্ষের পর থেকেই সীমান্তে বাড়তে থাকে চাপানউতোর। এই আবহেই এবার ভারত ও চিনের শীর্ষস্তরের সেনা আধিকারিকরা বৈঠকে বসতে চলেছে। সেদিকেই তাঁকিয়ে এখন গোটা বিশ্ব।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم