পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে খুন


পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে খুন করল যুবক। শনিবার সাতসকালেই ধারালো অস্ত্র দিয়েই কুপিয়ে খুন করে সে। ফলে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামকৃষ্ণ পল্লী এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল মুন্না হাজরা নামে ওই যুবকের বাড়িতে। স্ত্রীকে সন্দেহ করত মুন্না। শনিবার সকালে মেয়েকে নিয়ে বাপের বাড়ি থেকে ফেরার পরই অশান্তি তীব্র আকার নেয়। এই সময় আচমকাই একটি ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী আরতি (২৩) ও মেয়ে অনুস্কাকে (৫) কোপাতে শুরু করে মুন্না। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই নিরস্ত্র করে মারমুখি মুন্নাকে। প্রতিবেশীরাই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ। স্ত্রী ও সন্তান খুনে অভিযুক্ত মুন্না হাজরাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে আচমকা কেন এই কাণ্ড ঘটালো সে সেটা নিয়ে কিছুই বলতে পারছেন না আরতির আত্ময়ীরা। তবে আরতির ভাই স্বীকার করে নিয়েছে, মুন্না মাঝেমধ্যেই তাঁর দিদিকে মারধোর করতো। বছর ছয়েক আগেই প্রেম করে বিয়ে হয়েছিল আরতি ও মুন্নার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post