বৃহস্পতিবার অ্যান্টিবডি টেস্ট শুরু হল বাগবাজার ৭ নম্বর ওয়ার্ড থেকে। প্রতিটি বড় একটি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। চেন্নাই আইসিএমআর পরীক্ষা করে দেখবে রক্তে অ্যান্টিবডি কতটা অর্থাৎ করোনা প্রতিরোধ ক্ষমতা কতটা কলকাতার বাসিন্দাদের। হু এবং আইসিএমআর-এর তত্ত্বাবধানে এই নমুনা সংগ্রহের কাজ করছে রাজ্য স্বাস্থ্যদফতর ও কলকাতা পুরসভা। ৭, ২৬, ৪০, ৫৮, ৯৫, ১০৪, ১০৮, ১২২, ১২৮, ১৩৫ ওয়ার্ডে এদিন অ্যান্টিবডি টেস্ট হয়েছে। পরে এই টেস্টের সংখ্যাটা বাড়বে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। আইজিজি কিট দিয়ে এই পরীক্ষা করবে আইসিএমআর। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কিনা তাও দেখা হবে। করোনার মোকাবিলার সঙ্গে সঙ্গে শরীরে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা তা রক্ত বিশ্লেষণ করে দেখা হয় অ্যান্টিবডি পরীক্ষায়। করোনাভাইরাসের লালরসের পরীক্ষা হয় দেহে ভাইরাস খোঁজার জন্য। অ্যান্টিবডি টেস্টের থেকে তা দ্রুততর। এতে বোঝা যায়, কারও শরীরে সংক্রমণ হয়েছে কিনা। অ্যান্টিবডি টেস্টে বোঝা যায়, আগে কখনও কেউ করোনায় সংক্রমিত হয়েছিল কিনা। তা সেরে গেলেও তা সংক্রামক হতে পারে।
বৃহস্পতিবার অ্যান্টিবডি টেস্ট শুরু হল বাগবাজার ৭ নম্বর ওয়ার্ড থেকে। প্রতিটি বড় একটি ওয়ার্ড থেকে ৪০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে। চেন্নাই আইসিএমআর পরীক্ষা করে দেখবে রক্তে অ্যান্টিবডি কতটা অর্থাৎ করোনা প্রতিরোধ ক্ষমতা কতটা কলকাতার বাসিন্দাদের। হু এবং আইসিএমআর-এর তত্ত্বাবধানে এই নমুনা সংগ্রহের কাজ করছে রাজ্য স্বাস্থ্যদফতর ও কলকাতা পুরসভা। ৭, ২৬, ৪০, ৫৮, ৯৫, ১০৪, ১০৮, ১২২, ১২৮, ১৩৫ ওয়ার্ডে এদিন অ্যান্টিবডি টেস্ট হয়েছে। পরে এই টেস্টের সংখ্যাটা বাড়বে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। আইজিজি কিট দিয়ে এই পরীক্ষা করবে আইসিএমআর। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কিনা তাও দেখা হবে। করোনার মোকাবিলার সঙ্গে সঙ্গে শরীরে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা তা রক্ত বিশ্লেষণ করে দেখা হয় অ্যান্টিবডি পরীক্ষায়। করোনাভাইরাসের লালরসের পরীক্ষা হয় দেহে ভাইরাস খোঁজার জন্য। অ্যান্টিবডি টেস্টের থেকে তা দ্রুততর। এতে বোঝা যায়, কারও শরীরে সংক্রমণ হয়েছে কিনা। অ্যান্টিবডি টেস্টে বোঝা যায়, আগে কখনও কেউ করোনায় সংক্রমিত হয়েছিল কিনা। তা সেরে গেলেও তা সংক্রামক হতে পারে।
إرسال تعليق
Thank You for your important feedback