হোয়াটসঅ্যাপে করোনার ভুয়ো তথ্য বন্ধে হাতিয়ার হিন্দি


করোনা নিয়ে ভুয়ো খবর বন্ধ করতে এবার হিন্দিকে হাতিয়ার করে নামল ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক। হোয়াটসঅ্যাপের হিন্দি ভার্সানে বৃহস্পতিবার চালু হল সেটি। আগে কেবল ইংরেজি ও স্প্যানিশেই ছিল এই নেটওয়ার্ক। এর মাধ্যমে সহজেই কেউ যাচাই করে দেখতে পারবেন, করোনা সম্পর্কে তথ্য ঠিক না ভুল। হিন্দিতে এর মধ্য দিয়ে স্মার্টফোনে তথ্যসন্ধান করা যাবে। স্থানীয় তথ্য যাচাইকারীদের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগও করিয়ে দেবে এই চ্যাটবক্স। ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হিন্দিভাষীদের ৪৪ শতাংশ। তাই হিন্দিকেই বেছে নিয়েছে তারা। ভারতের ১১টি তথ্যযাচাইকারী সদস্য রয়েছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের। তাদের সাতটি হিন্দিতে সঠিক তথ্য সরবরাহ করে। সারা দুনিয়ায় ৬,৬০০টিরও বেশি ভুয়ো খবর চিহ্নিত করা গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم