
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গাড়ি প্রীতি সম্পর্কে কে না জানেন? তাঁর গ্যারেজে নামী-দামী বহু দুই ও চারচাকা গাড়ি শোভা পায়। গাড়িই তাঁর শখ, সেটা অস্বীকার করেন না মাহি-ভাই। কিন্তু তা বলে ট্রাক্টর? বিলাসবহুল গাড়ি ছেড়ে তিনি এবার কিনলেন একটি সাদামাটা ট্রাক্টর। যা দিয়ে মূলত চাষবাস করা হয়। ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলে নতুন ট্রাক্টর সহ ধোনির ছবি শেয়ার করা হয়েছে। এরপরই সোশাল মিডিয়ায় নানান মন্তব্য ছড়িয়ে পড়ছে। অনেকেই মজা করে বলছেন, ক্রিকেট ছেড়ে এবার চাষবাসে মন দিতে চলেছেন মাহি। উল্লেখ্য, রাঁচিতে ধোনির প্রায় ৭ একরের ফার্মহাউস রয়েছে। সেখানে তিনি বিভিন্ন ফসল ফলান। যার ছবি মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন ধোনির স্ত্রী সাক্ষী। এই ট্রাক্টরও যে চাষের কাজেই কেনা সেটা বলাই বাহুল্য। তবে পুরো বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি মাহি বা সাক্ষী।
Post a Comment
Thank You for your important feedback