পুরনো নয়, বেশিরভাগ বাসেই ‘যেমন খুশি ভাড়া’ নেওয়া হচ্ছে

 
কথা ছিল পুরনো ভাড়াতেই আপাতত পথে নামবে বেসরকারি বাস। কিন্তু বুধবার থেকে বেসরকারি বাস রাস্তায় নামতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। যে যেমন খুশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ অফিসযাত্রীদের। কোনও রুটে সাতের বদলে নেওয়া হচ্ছে দশ টাকা আবার কোনও রুটে ১২ কি ১৫ টাকা নেওয়ার অভিযোগ উঠছে। বাস কনডাক্টরদের অভিযোগ, যত সিট তত যাত্রী নিলে আমাদের লাভ হচ্ছে না। তাই বাস চালাতে যাত্রীদেরও সহযোগিতা প্রয়োজন বলে দাবি বাসকর্মীদের। যদিও বাস মালিকদের দাবি, বেশি ভাড়া নেওয়ার কথা নয়, যদি কেউ নিয়ে থাকে সেটা খতিয়ে দেখা হবে। বুধবার সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় নেমেছে বেসরকারি রুটের অসংখ্য বাস। যাত্রীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
 

তবে বেশিরভাগ রুট থেকেই অভিযোগ আসছে বাস কনডাক্টাররা বেশি ভাড়া চাইছেন। একই অভিযোগ উঠছে মিনিবাসের ক্ষেত্রেও। বেশি অভিযোগ উঠছে ২৩০, ২২৭, ২২২, ২৩৪, ৯৩, ৭৯বি, কেবি ১৬ রুটের বাস থেকে। আবার দূরপাল্লার রুটের বারাসত-গড়িয়া, বারাসত সাঁতরাগাছি, বারাসত-ধর্মতলা রুটের বাসে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। শিয়ালদা-হাওড়া ময়দান রুটের বাসে আবার ১০ থেকে ১৫ টাকা ভাড়া চাইছেন বাসকর্মীরা। ফলে প্রশ্ন উঠছে সরকারি নির্দেশিকা ছাড়া কি বাসের ভাড়া বাড়ানো যায় এভাবে? যদিও জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট জানিয়ে দিয়েছে, বাস ভাড়া বাড়াবে রেগুলেটরি কমিটি। আরপরও কিছু রুটে বেশি ভাড়া নেওয়ার খবর পেয়েছি। তাঁদের বারণ করবো এটা না করতে। অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতিও জানিয়ে দিয়েছেন, যদি কেউ বেশি ভাড়া নিয়ে থাকেন, সেটা ঠিক করছেন না।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post