গরিব কল্যাণ যোজনায় আরও ৫ মাস বিনামূল্যে চাল বা গম, জানালেন মোদি


প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণে বলেন, সামনে উৎসবের মরসুম। এই প্রকল্প তাই দেওয়ালি ও ছট পূজা পর্যন্ত পাঁচমাস বাড়ানো হল। তাঁর দাবি, গত কয়েক মাসে কৃষকরা এবং পরিযায়ী শ্রমিকরা মোট ১৮ হাজার কোটি টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পেয়েছেন। গরিব কল্যাণ যোজনায় প্রায় ৮০ কোটি মানুষকে পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল বা ৫ কেজি গম। পাশাপাশি উৎসবের মরসুমে এবার ১ কেজি ছোলা প্রতিমাসে বিনামূল্যে দেওয়া হবে। তিনি জানান, ২০ কোটি গরিব পরিবারের জনধন অ্যাকাউন্টে মোট ৩১ হাজার কোটি টাকা জমা করা হয়েছে। ৯ কোটি কৃষক পরিবারকে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী ফের ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর পক্ষে সাওয়াল করেন। তিনি জানান এই কার্ডের মাধ্যমে প্রয়োজনে বাইরে যাওয়া নাগরিকরা যে কোনও জায়গা থেকে রেশন তুলতে পারবেন। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগ, লকডাউনের সময় কঠোরভাবে নিয়মবিধি মানা হলেও আনলক-১ পর্বে তা অনেকটাই শিথিল হয়েছে। মানুষের মধ্যে বেপরোয়া ভাব এসেছে। বর্ষার সময় জ্বর, কাশি বাড়ে। তাই মোদি মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলি অত্যন্ত জরুরী। সেইসঙ্গেই তিনি এও বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতে করোনা পরিস্থিতি ভালো।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post