
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে স্বস্তি ফিরল টলিপাড়ায়। বৃহস্পতিবার সকাল থেকেই পুরোদমে শুরু হয়ে গেল শুটিংয়ের কাজ। বুধবার সবপক্ষের সঙ্গে বৈঠকের পরই মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে কাটে জট। সমস্ত জট কাটিয়ে শেষ পর্যন্ত টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকের শ্যুটিং শুরুর রূপরেখা তৈরি করা হয়। সেই বিধিনিষেধ বা রূপরেখা মেনেই চলছে শুটিং পর্ব। এদিন শুরু হয়েছে বাংলা টেলিভিশন চ্যানেলের সিরিয়ালগুলির শুটিং। টালিগঞ্জের ইন্দ্রপুরি, ভারতলক্ষ্ণী স্টুডিওতে এদিন দেখা গেল অন্য রকম দৃশ্য।

অভিনেতা-অভিনেত্রীদের মুখে মাস্ক, হাতে গ্লাভস, কেউ আবার পড়েছেন ফেস শিল্ড। শুটিং ফ্লোরে সেগুলি অবশ্য খুলে রাখতে হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। তবে কলাকুশলীরা মাস্ক ও ফেস শিল্ড লাগিয়েই কাজ করছেন। একেকটি ফ্লোরের বাইরেই রয়েছে হাত ধোয়ার বেসিন। ফ্লোরে রয়েছে হ্যান্ড স্যানিটাইজারও। প্রতিটি শ্যুটিং স্পটে ঢোকার মুখে রয়েছে চেক পয়েন্ট। ওই চেক পয়েন্টে থার্মাল স্ক্রিনিং করার পরই স্পটে ঢুকতে পারছেন প্রত্যেক শিল্পী ও কলাকুশলী। কেউ যত্রতত্র থুতু ফেলতে পারবেন না। কেউ নেশাও করতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। স্বাস্থ্য দফতরের সুরক্ষাবিধি মেনেই এই ব্যবস্থা বলে জানালেন শিল্পী-কলাকুশলীরা। আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ফিকশন সিরিয়ালের কাজ শুরু হলেও নন ফিকশন ও ফিচার ফিল্মের কাজ এখনও শুরু হয়নি। প্রযোজকদের মতে আগামী সপ্তাহ থেকেই বাংলা সিরিয়ালের নতুন পর্ব দেখতে পারবেন দর্শকরা।
Post a Comment
Thank You for your important feedback