
প্রায় সাড়ে ৬ হাজার পর ফের ভারতের আকাশে দেখা যাবে উজ্জ্বল ধূমকেতু। বলা ভালো কলকাতার আকাশেও দেখা যাবে ধূমকেতু নিওওয়াইজ-কে। এর উজ্জ্বলতা এতোটাই রীতিমতো খালি চোখেই দেখা যাবে এই ধূমকেতুটি। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ধূমকেতু নিওওয়াইজ, যার পোশাকি নাম ‘C/2020-F-3’ সূর্যকে প্রদক্ষিণ করে সাড়ে ৬ হাজার বছরে। সবচেয়ে বড় কথা এই আগন্তক ধূমকেতুকে কলকাতার আকাশ থেকে খালি চোখেই দেখা যাবে ১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত। অর্থাৎ একটানা ২০ দিন ধরেই দেখা যাবে নিওওয়াইজ-কে। বিরলা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, সূর্যাস্তের ঠিক পরের এক ঘন্টা ধরে উত্তর-পশ্চিম আকাশে তাকালেই দেখা মিলবে এই ধূমকেতুকে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, মাত্র তিন মাস আগেই এই ধূমকেতুটিকে আবিস্কার করা হয়েছে। তখন থেকে সেটিকে দেখা যাচ্ছিল উত্তর-পূর্ব আকাশে। তবে বহু দূরে থাকায় ও আলোর রোশনাইয়ের জন্য সেটিকে খালি চোখে দেখা যাচ্ছিল না। কিন্তু নিওওয়াজ ধূমকেতু পৃথিবীর কাছাকাছি এসে যাওয়ায় এবার উত্তর-পশ্চিম আকাশে দিকচক্রবালের কাছে খালি চোখেই দেখা যাবে। যদি না আকাশে মেঘ থাকে। তবে শহরতলি ও গ্রামাঞ্চলে তাকে বেশ উজ্জ্বল ভাবে দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। এই ধূমকেতুর দুটি লেজ দেখা যাবে। সৌরমণ্ডলের শেষপ্রান্তে থাকা ওরট্ ক্লাউড এলাকা থেকেই এসেছে এই ধূমকেতুটি। আগামী ২২ জুলাই এই ধূমকেতুটিকে সবচেয়ে উজ্জ্বল দেখাবে।
দেখুন ভিডিও…
https://www.youtube.com/watch?time_continue=1&v=Jg8t_V7wm98&feature=emb_title
Post a Comment
Thank You for your important feedback