
এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গেও হানা দিল করোনা ভাইরাস। বহু বাধা টপকে দিন কয়েক হল শুরু হয়েছিল বউবাজারের নীচে মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ। কিন্তু এবার সেখানে থাবা বসাল করোনা ভাইরাস। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, পাতালে কাজ করা ১৪ জন কর্মীর শরীরে মিলেছে কোভিড-১৯। এরমধ্যে টানেল ইনচার্জও রয়েছেন। ফলে তড়িঘড়ি কাজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, এখানে মোট ১৫০ জন কাজ করছিলেন। কয়েকজনের উপসর্গ থাকায় তাঁদের করোনা পরীক্ষা করানো হয়। এঁদের মধ্যেই ১৪ জনের পজিটিভ আসে। এবার সকলেরই করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট সন্তোষজনক এলে ফের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে। বউবাজারের ‘বিপজ্জনক’ চিহ্নিত এলাকা পেরিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত এসে গিয়েছিল টানেল বোরিং মেশিন (TBM) ‘ঊর্বী’। শুধু বি বি গাঙ্গুলি স্ট্রিট পার করলেই শিয়ালদার কাছে চলে আসত টানেল বোরিং মেশিনটি। আর ১০ দিন কাজ চললেই সেটি শিয়ালদা পৌঁছে যেত বলে কেএমআরসিএল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু করোনার ধাক্কায় আপাতত স্তব্ধ ‘ঊর্বী’। নির্মানকারী সংস্থার এক আধিকারিকের দাবি, মাটির ২৫ মিটার নীচে পিপিই পড়ে কাজ করা সম্ভব নয়, তবে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই কাজ শুরু হয়েছিল। প্রতি শিফটে মাত্র ৩০ জন কাজ করছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback