সবই বদলে গিয়েছে করোনা মহামারীতে। এবার ইন্ডিয়ান আইডলের দ্বাদশ পর্বের অডিশনও হতে চলেছে অনলাইনে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে সোনি টিভির এই অডিশন। এতে যারা অংশ নেবে, তাদের অনলাইনে তাদের ভিডিও আপলোড করতে হবে। এই পর্বের সঞ্চালক আদিত্য নারায়ণ ইন্ডিয়ান আইডলের প্রোমোর জন্য একটি গানও রেকর্ড করেছেন। গান রেকর্ডের সময় সামাজিক দূরত্ব বিধি মানা হয়েছে। আদিত্য জানিয়েছেন, সবাই তাদের গানের ভিডিও আপলোড করুন। এবার বাড়ি বসেই এক ক্লিকে অডিশন দিন। সেইসব ভিডিও বিচার করে সফল প্রতিযোগীদের মুম্বইয়ে মূল অডিশনের জন্য ডাকা হবে। এবারের পর্বের বিচারক নেহা কাক্কার, হিমেশ রেশমিয়া ও বিশাল দাদলানি।
সবই বদলে গিয়েছে করোনা মহামারীতে। এবার ইন্ডিয়ান আইডলের দ্বাদশ পর্বের অডিশনও হতে চলেছে অনলাইনে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে সোনি টিভির এই অডিশন। এতে যারা অংশ নেবে, তাদের অনলাইনে তাদের ভিডিও আপলোড করতে হবে। এই পর্বের সঞ্চালক আদিত্য নারায়ণ ইন্ডিয়ান আইডলের প্রোমোর জন্য একটি গানও রেকর্ড করেছেন। গান রেকর্ডের সময় সামাজিক দূরত্ব বিধি মানা হয়েছে। আদিত্য জানিয়েছেন, সবাই তাদের গানের ভিডিও আপলোড করুন। এবার বাড়ি বসেই এক ক্লিকে অডিশন দিন। সেইসব ভিডিও বিচার করে সফল প্রতিযোগীদের মুম্বইয়ে মূল অডিশনের জন্য ডাকা হবে। এবারের পর্বের বিচারক নেহা কাক্কার, হিমেশ রেশমিয়া ও বিশাল দাদলানি।
إرسال تعليق
Thank You for your important feedback