বিজেপি বিধায়কের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহ্ত্যার উল্লেখ


খুন নয়, আত্মহত্যাই করেছেন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে বলে জানা যাচ্ছে। তবে ময়নাতদন্তের কেমিকেল রিপোর্ট এখনও আসেনি। সোমবারই বাড়ি থেকে মাত্র দেড় কিমি দূরে বাজারে একটি দোকানের সামনেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিজেপি বিধায়কের। পরিবার ও দলের তরফে অভিযোগ করা হয়েছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও গতকালই পুলিশের তরফে জানানো হয়েছিল তাঁর পকেটে সুইসাইড নোট মিলেছে। পুরো ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। বিজেপি খুনের তত্ত্বে অনড়। এই পরিস্থিতিতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ঘটনাই সামনে এল।
 

রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজেপি বিধায়কের দেহের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্ট অনুযায়ী, গলার দড়ির ফাঁসেই বিধায়কের মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। অপরদিকে বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। তাঁরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে একটি রিপোর্ট দিয়ে সিবিআই তদন্তের দাবি জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গে কীভাবে বিরোধী জনপ্রতিনিধিরা রাজ্য সরকারের হাতে হেনস্থার শিকার হচ্ছেন তারও রিপোর্ট তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم