হাসপাতালে ভর্তি করা হল ভারভারা রাওকে


জেলে বন্দি গায়ক, কবি ও রাজনৈতিক নেতা ভারভারা রাওকে মঙ্গলবার মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ঘোরার উপসর্গ রয়েছে। ৮০ বছরের ভারভারা রাও গত প্রায় ২ বছর নভি মুম্বইয়ের তালোজা জেলে রয়েছেন। বেশ কিছুদিন থেকেই তাঁর পরিবারের লোকজন ও সমাজকর্মীরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। তাঁর আইনজীবী আর সত্যনারায়ণ আইয়ার জানিয়েছেন, ভারভারা রাওয়ের বেশকিছু পরীক্ষা করা হচ্ছে। সোমবারই তাঁর পক্ষে সুপ্রিম কোর্টে দুটি আবেদন পেশ করা হয়েছে। তাতে তাঁর শারীরিক অসুস্থার জন্য সাময়িক জামিনের আর্জি জানানো হয়েছে। পারিবারের লোকজনের দাবি, তিনি মস্তিষ্কের ঘোরের মধ্য রয়েছে। এর আগেও করোনা মহামারীর জন্য এনআইএ কোর্টে তাঁর জামিনের আবেদন করা হয়েছিল। এনআইএ সেই আর্জি খারিজ করে দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। ভারভারা সহ ৯ জনের বিরুদ্ধে এলগার পরিষদ-মাওবাদী যোগের মামলা জানুয়ারিতে এনআইএ-কে দেওয়া হয়েছে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরে এলগার পরিষদের সভায় ভারভারা জ্বলাময়ী ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। পরদিনই ভিমা কোরেগাঁও স্মারকে বড় মাপের গন্ডগোল হয়েছিল। এই জমায়েতের পিছনে মাওবাদীরা ছিল বলে পুলিশের দাবি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم