
মঙ্গলবার সাত সকালেই আগুন লেগে গেল আলিপুর জাজেস কোর্টে। দমকল সূত্রে জানা গিয়েছে আলিপুরের ১৩ নম্বর কোর্টে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন ১৩ নম্বর রুম ছাড়াও আশেপাশের কয়েকটি রুমে ছড়িয়ে পড়ছিল। তবে দমকলের যুদ্ধকালীন তৎপরতায় সেটা সম্ভব হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, আলিপুরের ১৩ নম্বর রুমে ছিল বহু পুরোনো নথিপত্র। তাই আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনাস্থলে যান দমকলের ডিজি জগমোহন। তিনি জানান আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আশেপাশের রুমগুলির সেরকম ক্ষতি হয়নি। তবে কেন আগুন লাগলো সেটা জানতে ফরেন্সিক দল ডাকা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না করে আগুন লাগার কারণ বলা সম্ভব নয় বলেই দাবি করেছেন তিনি। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও।

Post a Comment
Thank You for your important feedback