
কাশ্মীরে জঙ্গি হামলায় সিআরপিএফের এক জওয়ান ও একজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। কাশ্মীরের বারামুল্লা জেলার ঘটনা। বুধবার সকালে এই হামলায় জখম হয়েছেন আরও তিন জওয়ান। কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি টহলদারি দলের ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। বারামুল্লার সোপোরে সিআরপিএফ দলটির ওপর নির্বিচারে গুলি চালানো হয়। যদিও পাল্টা গুলি চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনীও। তবে জঙ্গিরা পালিয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্থানীয় এক বাসিন্দার। কাশ্মীর পুলিসের ডিজি দিলবাগ সিং জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, বিগত এক মাসের ওপর কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। খতম হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সহ বহু জঙ্গি। এবার পাল্টা হামলার ঘটনা ঘটল বারামুল্লার সোপারে।
Post a Comment
Thank You for your important feedback