বাড়ি ভাঙছে সরকার, রাগে যাত্রীবোঝাই বাস নিয়েই হ্রদে ঝাঁপ বাসচালকের!


সরকার তাঁর বাড়ি ভেঙে দেওয়ার ফতোয়া জারি করেছে। সেই জন্য সরকারি লোকজন চলেও আসে তাঁর বাড়ির সামনে। আর সেই রাগেই মাথা খারাপ হয়ে গেল এক বাসচালকের। যাত্রীবোঝাই বাস নিয়েই তিনি সোজা ঝাঁপিয়ে পড়লেন একটি হ্রদের জলে। তাতেই প্রাণ গেল বেকসুর ২১ জন বাসযাত্রীর। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে চিনের গুইঝাও প্রদেশে। দক্ষিণ-পশ্চিম চিনের গুইঝাও প্রদেশে থাকতেন পেশায় বাসচালক ঝাং। তিনি যে ঘরে থাকতেন সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় চিনের প্রাদেশিক সরকার। যদিও তার জন্য তাঁকে ১০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করে সরকার।
 
সেই চুক্তিপত্রে সইও করে দেয় ঝাং। কিন্তু তাঁর বাড়ি ভাঙতে এলেই মাথা খারাপ হয়ে যায় ঝাংয়ের। সেই সময় তিনি বাস চালাচ্ছিলেন। খবর পেয়েই সেই যাত্রীবোঝাই বাসটি নিয়ে পরপর পাঁচটি লেন পার করে সোজা হাংসাং লেকে ঝাঁপ দেয় ঝাং। ফলে সলিল সমাধি হয়ে প্রাণ হারান ২১ জন। এরমধ্যে ছিল বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীও। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post