ক্ষুব্ধ শ্রীনিবাসন, চেন্নাইয়ে ভবিষ্যৎ অনিশ্চিত রায়নার

ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারের আইপিএল থেকে বেরিয়ে এসেছেন সুরেশ রায়না। ফলে শুধু এবারই নয়, আগামী আইপিএলেও তিনি চেন্নাই সুপার কিংসে খেলতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের ১৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপক চাহাল এবং ঋতুরাজ গাইকোয়াড। জানা গিয়েছে, চেন্নাই টিম ম্যানেজমেন্ট কোয়ারেন্টাইনে সুরেশ রায়নার ব্যবহারে অসন্তুষ্ট। তাতে ক্ষুব্ধ টিমের মালিক প্রাক্তন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন। 

জানা গিয়েছে, হোটেলে নিয়মমতো কোচ, ক্যাপ্টেন আর ম্যানেজার আলাদা স্যুট পান। তবে স্যুট পেতে পারেন রায়নাও। কিন্তু তাঁর রুমে ব্যালকনি ছিল না। তাতেই চটে যান রায়না। তবে তার থেকেও করোনাভীতিই ছিল বড়, এমনটাই মনে করা হচ্ছে। এখন তাঁকে ফিরিয়ে আনা হবে কিনা তাও বড়মাপের প্রশ্নচিহ্নের মুখে। ক্ষমা চাইলেও মামলা মিটবে না। হয়তো পরের বার তিনি নিলামে যাবেন এবং অন্য কেউ তাঁকে নেবেন। তাঁর জায়গায় কমবয়েসী ঋতুরাজের ওপরই এখন ভরসা রাখছেন চেন্নাই কর্তৃপক্ষ। ১৬৪টি আইএল ম্যাচে ৪,৫২৭ রান করে রায়নাই চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী। সবমিলিয়ে আইপিএলে করেছেন ৫,৩৬৮ রান, বিরাচট কোহলির ৫,৪১২ রানের ঠিক পরেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post