করোনা জয়ী জেনেলিয়া, জানালেন তার অভিজ্ঞতা


বলিউড থেকে আসছে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর। করোনা প্রাণ নিয়েছে বেশ কয়েকজনের। তবে করোনা জয়ের খবরও কিন্তু একের পর এক পাওয়া যাচ্ছে। সেই তালিকায় নতুন সংযোজন জেনেলিয়া ডিসুজা। তেমন কোনও উপসর্গ ছিল না তাঁর শরীরে। করোনা পজিটিভ হওয়ার পর তেত্রিশ বছর বয়সী অভিনেত্রী ২১ দিন আইসোলেশনে ছিলেন। আবার টেস্ট করানো হলে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। করোনা পজিটিভ হওয়ার কথা না জানালেও ২১দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর করোনা জয়ের কথা জানিয়েছেন তিনি। ২১ দিন পরিবার থেকে বিছিন্ন হয়ে একা থাকা তাঁর কাছে ছিল খুব চ্যালেঞ্জের, সোশাল মিডিয়ায় জানিয়েছেন রীতেশ দেশমুখ পত্নী। তাড়াতাড়ি টেস্ট করান, স্বাস্থ্যসম্মত খাবার খান, ফিট থাকুন, বলছেন জেনেলিয়া।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post