১ টাকা জরিমানা প্রশান্তভূষণের, অনাদায়ে ৩ মাসের জেল

আদালত অবমাননা মামলায় বিশিষ্ট আইনজীবী প্রশান্তভূষণকে ১ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্ট। সোমবার তাদের রায়ে শীর্ষ আদালত বলেছে, তিনবছর তিনি আদালতে প্র্যাকটিশ করতে পারবেন না। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার এক টাকা না দিলে তাঁর তিনমাসের জন্য জেলে যেতে হবে বলেও দেওয়া হয়েছে রায়ে। গত ১৪ আগস্ট বিচারবিভাগের প্রতি অসম্মানসূচক মন্তব্যের জন্য সুপ্রিম কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে। তাঁদের মতে, ওই মামলা জনস্বার্থে বিচারবিভাগের ন্যায্য সমালোচনা নয়। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছে। আদালত অবমাননা আইনে জেল হতে পারে ৬ মাসের জেল বা ২ হাজার টাকার জরিমানা। এই মামলা নিয়ে তোলাপড়া হয়েছে দেশ। কোনও অবস্থাতেই নিজের মন্তব্য প্রত্যাহার করতে রাজি হননি প্রশান্তভূষণ। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল প্রশান্তভূষণকে ক্ষমা করে দিতে বলেছিলেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post