সীমান্ত পরিস্থিতি সরেজমিনে বুঝতে লাদাখে পৌঁছেছেন সেনাপ্রধান এম এম নারাভানে। দক্ষিণ প্যানগং ও অন্যত্র চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাদের ঝামেলার পর অবস্থা কী এবং তার জবাব দিতে সেনা কতটা তৈরি তাও দেখবেন তিনি। এই সফর ২ দিনের। সেনার পদস্থ অফিসাররা তাঁকে পূর্ব লাদাখে প্রস্তুতির বিবরণ দেবেন। স্থিতাবস্থা ভাঙতে চিনের আগ্রাসী চালকে রুখে দিয়ে প্যানগং লেকের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে ভারত। এখন প্যানগং লেকে ভারতের প্রাধান্য বেশি। ভারতীয় সেনার সতর্ক জবাবে বারবার প্ররোচনা দিয়েও চিন এই অবস্থার হেরফের ঘটাতে পারেনি। গত সোম ও মঙ্গলবারের পর বুধবারও চোশুলে দুই দেশের ব্রিগেড কম্যান্ডার স্তরের বৈঠকেও বিশেষ অগ্রগতি হয়নি বলেই জানা গিয়েছে।
সীমান্ত পরিস্থিতি সরেজমিনে বুঝতে লাদাখে পৌঁছেছেন সেনাপ্রধান এম এম নারাভানে। দক্ষিণ প্যানগং ও অন্যত্র চিনা সেনার সঙ্গে ভারতীয় সেনাদের ঝামেলার পর অবস্থা কী এবং তার জবাব দিতে সেনা কতটা তৈরি তাও দেখবেন তিনি। এই সফর ২ দিনের। সেনার পদস্থ অফিসাররা তাঁকে পূর্ব লাদাখে প্রস্তুতির বিবরণ দেবেন। স্থিতাবস্থা ভাঙতে চিনের আগ্রাসী চালকে রুখে দিয়ে প্যানগং লেকের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে ভারত। এখন প্যানগং লেকে ভারতের প্রাধান্য বেশি। ভারতীয় সেনার সতর্ক জবাবে বারবার প্ররোচনা দিয়েও চিন এই অবস্থার হেরফের ঘটাতে পারেনি। গত সোম ও মঙ্গলবারের পর বুধবারও চোশুলে দুই দেশের ব্রিগেড কম্যান্ডার স্তরের বৈঠকেও বিশেষ অগ্রগতি হয়নি বলেই জানা গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback