গালওয়ান সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৬০ চিনা সেনার, দাবি মার্কিন সংবাদপত্রের

গত জুনে পূর্ব লাদাখে গালওয়ানে ভারত ও চিনের দু’দেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রক। কিন্তু কতজন চিনা সেনার মৃত্যু হয়েছিল সেটা নিয়ে মুখে কুলুপ এঁটেছিল বেজিং। এবার আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউজ উইক’-এর প্রতিবেদনে দাবি করা হল, ভারতের ২০ জওয়ানের পাশাপাশি চিনা পিপলস আর্মির ৬০ জন সেনাও মারা গিয়েছিল। লোকলজ্জার ভয়েই এই তথ্য সামনে আনেনি চিনের প্রশাসন।
ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, ভারতীয় সেনার চাপে নতিস্বীকার করে পিছু হটতে বাধ্য হয়েছিল চিনা লালফৌজ। সম্প্রতি দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে শীর্ষ বৈঠক হয়েছে বেশ কয়েকবার। এরপরেও কোনও সমাধান সূত্র বের হয়নি। নয়া দিল্লির দাবি, চিনা সেনা পিছু হটার ব্যপারে কথা দেয়নি বেজিং। গত কয়েকদিন আগে সীমান্তে গুলিও চলেছে বলে স্বীকার করেছে দু’দেশ। তবে সেটা ওয়ার্নিং ফায়ার ছিল বলেই জানানো হয়েছে। সংঘর্ষের ঘটনার পর থেকে এখনও প্রকৃত নিয়ন্ত্রন রেখায় মুখোমুখি দাঁড়িয়ে দু’দেশের সেনা। মাঝখানে কয়েকদিন শান্তি থাকলেও ফের উত্তপ্ত লাদাখ সীমান্ত। এই পরিস্থিতিতে মার্কিন সংবাদপত্রের দাবি বেশ চাপে ফেলে দিল চিনকে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post