২০২ দিন পরে মাঠে নামছেন বিরাট কোহলি। সোমবার আইপিএলে তাঁদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএল-এ আরসিবি–র সাফল্য অনেকটাই নির্ভর করবে তাঁর ব্যাটের ওপর। শুধু তিনি রান পেলেই হবে না, টিমের সামগ্রিক পারফরমেন্স ভাল হতে হবে। কোহলি, ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ ছাড়াও তরুণ ওপেনার দেবদূত পাড়িক্কালকে নিয়েও আশায় আরসিবি সমর্থকরা। স্পিনে যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, অ্যাডাম জাম্পা, মঈন আলিদের মতো বোলার আছেন। আছেন প্রোটিয়া বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। ২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বেই আইপিএল জিতেছিল সানরাইজার্স। এবার ওপেনিংয়ে ওয়ার্নার–বেয়ারস্টো বিধ্বংসী জুটির সঙ্গেই রয়েছেন কেন উইলিয়ামসন, মিচেল মার্শ, মণীশ পান্ডেরা। উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। মিডল অর্ডারে বিরাট সিং, অভিষেক শর্মা, প্রিয়ম গর্গের মতো তরুণরা। ভুবনেশ্বর কুমার, রশিদ খানদের উপস্থিতি শক্তি বাড়িয়েছে বোলিংয়ে।
Post a Comment
Thank You for your important feedback