কৃষক অবরোধে বিপর্যস্ত পাঞ্জাব, হরিয়ানা

 কৃষিবিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষকরে, জনজীবন বিপর্যস্ত পাঞ্জাব, হরিয়ানায়। বিভিন্ন কৃষক সংগঠনের ডাকে ভারত বনধে সকাল থেকেই অবরুদ্ধ বিভিন্ন জাতীয় সড়ক, রেললাইন। বন্ধ দিল্লি-অমৃতসর, অযোধ্যা-লখনউ হাইওয়ে। দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। কৃষকদের এই বনধে সমর্থন রয়েছে কংগ্রেস, আপ এমনকী, এএনডিএ শরিক অকালি দলেরও। তিনদিনের জন্য বাতিল করা হয়েছে বিশেষ ট্রেন। ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধের হুমকি দিয়েছে কৃষক সংগঠনগুলি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ সিং জানিয়েছেন, তাঁর সরকার কৃষকদের পাশে আছে। তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হবে না। বিহারে বিলের প্রতিবাদে আরজেডি দ্বারভাঙায় বিক্ষোভ শুরু করেছে। কর্নাটক-তামিলনাডু হাইওয়ে অবরোধ করেছে কর্নাটক কৃষক সংগঠন। বিক্ষোভ চলছে উত্তরপ্রদেশের বারাবাকিতেও।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post