জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রন রেখায় (LoC) পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা নতুন কিছু নয়। প্রায় রোজই নিয়ম করে গোলা-গুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্স। তবে সেই সংঘর্ষবিরতির পরিসংখ্যান চোখ কপালে ওঠার মতোই। সেনাবাহিনীর দেওয়া তথ্যই বলছে গত আটমাসে নিয়ন্ত্রন রেখা বরাবর ৩১৬৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২০২০-র ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি ঘটেছে। যা গত ১৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলেই দাবি করেছে সেনাবাহিনী। চলতি বাদল অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক সেনাবাহিনীর দেওয়া এই তথ্য পেশ করেন।
তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অগাস্টের মধ্যে জম্মুতে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে ২৪২টি ক্রস বর্ডার ফায়ারিংয়ের ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই যে ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিয়েছে সেটাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী। উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরপর থেকে চলতি বছরেই সবচেয়ে বেশি সংঘর্ষবিরতির ঘটনা ঘটল। রাজ্যসভায় দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, এই সময়ে পাক গোলা-গুলিতে আট সেনা জওয়ান সহ বেশ কয়েকজন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুক্রবার বিকেলেও কাশ্মীর সীমান্তে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান। গোলার আঘাতে আহত হন সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দা এক মহিলা।
Post a Comment
Thank You for your important feedback